ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সিম পুনঃনিবন্ধনে ৬ মাসের টার্গেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
সিম পুনঃনিবন্ধনে ৬ মাসের টার্গেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোবাইল সিমকার্ড পুনঃনিবন্ধনের জন্য প্রাথমিকভাবে ছয় মাসের একটি সময়সীমা নির্ধারণ করেছে দেশের মোবাইল অপারেটরগুলোর সংগঠন এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
 
আগামী ১৬ ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে।

তবে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করবে সরকার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে অ্যামটবের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

তিনি বলেন, সবগুলো সিম পুনঃনিবন্ধনের জন্য আমাদের সব সম্পদ কাজে লাগাবো। শেষ পর্যায় পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য পাওয়া না গেলে সিমগুলো বন্ধ হয়ে যাবে। তবে পরবর্তীতে আবার তথ্য দিয়ে এগুলো চালু করা যাবে।
 
সিম পুনঃনিবন্ধনে গ্রাহকদের ভয়েস ও টেক্সট এসএমএস পাঠানো হবে জানিয়ে নুরুল কবির বলেন, এজন্য কোন চার্জ প্রযোজ্য হবে না। আমরা গ্রাহকদের ভোগান্তিতে ফেলতে চাই না। যাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য নেই তাদের বলব জাতীয় পরিচয়পত্র দিয়ে পুনরায় নিবন্ধন করতে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাস নাগাদ বাংলাদেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম দায়িত্ব নেওয়ার পর সবগুলো সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেন।
 
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এবং ১৬ ডিসেম্বর থেকে জাতীয়ভাবে পুনঃনিবন্ধন শুরু হবে। অপারেটরগুলোর আউটলেট ও সেন্টারে এই নিবন্ধন চলবে।  
 
অ্যামটব মহাসচিব বলেন, প্রায় ১৩ কোটি সিম পুনঃনিবন্ধনে সময় লাগবে। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে যতদিন শেষ না হবে ততদিন এই প্রক্রিয়া চলবে। আমরা প্রাথমিকভাবে অনুমান করছি ছয় মাস সময় লাগবে। এরপর প্রতি মাসে রিভিউ করব। আর চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দেবে সরকার।
 
জাতীয় পরিচয়পত্র না থাকলে সেক্ষত্রে পুনঃনিবন্ধন প্রক্রিয়ার জন্য গাইডলাইন পরিবর্তন করতে বিটিআরসি’র কাছে অনুরোধ করা হয়েছে বলে জানান নুরুল কবির।

এদিকে মোবাইল সিমকার্ড পুনঃনিবন্ধনের জন্য অপারেটর প্রতিষ্ঠানগুলো সিমের তথ্য জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কর্তৃপক্ষের কাছে সরবরাহ শুরু করেছে। এ ব্যাপারে এনআইডি কর্তৃপক্ষের সাথে অপারেটরদের চুক্তির জন্য একটি খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে অ্যামটব।
 
সিমকার্ড পুনঃনিবন্ধনে গ্রাহকদের তথ্য বিভ্রান্তি দূর করতে ও সরকারের সাথে একযাগে কাজ করতে অপারেটরদের উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে উল্লেখ করে অ্যামটব মহাসচিব বলেন, আগামী সপ্তাহে অপারেটরগুলো তাদের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেবে। এছাড়া ব্যাপক আকারে মিডিয়া কাভারেজ দেওয়া হবে বলেও জানা গেছে।  
 
এর আগেও ২০০৮ সালে একবার সিমকার্ড পুনঃনিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। তবে অপারেটরদের কাছে সে সময় জাতীয় পরিচয়পত্র ডাটাবেইজের তথ্য যাচাই করার সুযোগ ছিল না। এজন্য সে উদ্যোগ সফল হয়নি।
 
নতুন করে নেয়া সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ব্যাপারে অপারেটরগুলো সমন্বিতভাবে কাজ করবে বলে জানায় অ্যামটব।
 
সংবাদ সম্মেলনে ছয়টি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।