গাজীপুর: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মৃতদেহ অজ্ঞাত হিসেবে দাফনের ৮ দিন পর উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেনের উপস্থিতিতে মৃতদেহটি উত্তোলন করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ২০ সেপ্টেম্বর রাত পৌণে ১০টার দিকে শ্রীপুর উপজেলার মূলাইদের ওয়াপদা মোড় এলাকায় দু’টি ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হন। তাদের মধ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলার দক্ষিণ নাটিখোলার ইয়াকুব আলী (৪৮) ও চুয়াডাঙ্গা সদরের ফিরোজ রোড এলাকার জিয়াউর রহমান রনির (৩২) পরিচয় পাওয়া গেলে তাদের মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু অপর নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় ২১ সেপ্টেম্বর তার মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় সিটি করপোরেশনের কবরস্থানে দাফন করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী সময়ে নিহতের ভাই শ্রীপুরের বরমীর পাঠানটেক এলাকার মইনুল ইসলাম পুলিশের সংগৃহীত আলামত লুঙ্গি ও গেঞ্জি দেখে মৃতদেহটি তার ভাই শরিফুল ইসলামের বলে সনাক্ত করেন। শরিফুল বরমী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃতদেহটি উত্তোলণ করে পারিবারিক কবরস্থানে স্থানান্তরের জন্য ২৭ সেপ্টেম্বর গাজীপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মইনুল। জেলা প্রশাসকের অনুমতির পর মঙ্গলবার বিকেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার রাতে পাঠানটেক এলাকার পারিবারিক কবরস্থানে নিহতের মৃতদেহ স্থানান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএম