ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় চোর সন্দেহে শিশু শিক্ষার্থী রাব্বিকে নির্যাতনের মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।
এরা হলেন- উপজেলার মানিকপোটল গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে বেলাল সরকার (৫০) ও আব্দুল হামিদ সরকারের ছেলে শামীম সরকার ওরফে মিনার (৩০)।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রাব্বিকে নির্যাতনের ঘটনায় তার বাবা লাল মিয়া বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলার আসামি হিসেবে বেলাল সরকার ও শামীম সরকারকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাড়ির ওপর দিয়ে স্কুলে যাওয়ার সময় চোর সন্দেহে রাব্বিকে নির্যাতন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
পিসি/