ফরিদপুর: জেলার সালথা উপজেলার গট্রি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত আবুল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আবুল হোসেন উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মামা রুস্তুম হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত আবুল হোসেনকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত আবুল হোসেন আওয়ামী লীগের ওয়াদুদ মাতুব্বর গ্রুপের একজন কর্মী ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ওয়াদুদ মাতুব্বর সমর্থকরা প্রতিপক্ষ নুরুদ্দিন মাতুব্বর গ্রুপের কয়েক সমর্থকের বাড়িঘর ভাংচুর করে। তবে এলাকায় পুলিশ মোতায়েন থাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ওই সংঘর্ষে আবুল হোসেনে দুইভাই মো. জামাল হোসেন (২৫) ও মো. কামাল হোসেনসহ (১৬) ৫০ জন আহত হন। তাদের মধ্যে ২০ জন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএম