ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় পাল্টা-পাল্টি হামলায় আহত ৫, বাড়িঘর ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ভেড়ামারায় পাল্টা-পাল্টি হামলায় আহত ৫, বাড়িঘর ভাঙচুর

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা দক্ষিণ পাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের বিরোধে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

এতে একটি দোকানসহ উভয়পক্ষের অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর ও ১৮টি বৈদ্যুতিক মিটার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ সময় এক নারীসহ পাঁচজন আহত হয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, দ্রুত মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে রোববার গ্রামের স্থানীয় আওয়ামী লীগ কর্মী আওয়াল গ্রুপ ও জাসদ কর্মী আইয়ুব গ্রুপের লোকজনদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
 
এরই জের ধরে মঙ্গলবার মধ্যরাতে আওয়াল হোসেনের লোকজন হামলা করে আইয়ুব গ্রুপের লালু ও তার ভাইয়ের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় এক নারীসহ কয়েকজন আহত হয়। পরে আইয়ুব গ্রুপের লোকজনও পাল্টা হামলা চালায়। রাতে কয়েক দফায় হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর ও ১৮টি বৈদ্যুতিক মিটার ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও একটি দোকানসহ কয়েকটি বাড়িতে লুটপাটও করে তারা।

সহকারী পুলিশ সুপার মিয়া মহম্মদ আশিস বিন হাসান জানান, ঘটনাটি গ্রাম্য কোন্দল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের হামলার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।