ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ২ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ঈশ্বরদীতে ২ মাদক ব্যবসায়ী আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে  পুলিশ।  
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাজদিয়া স্কুলপাড়ার মোল্লার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- দৌলতপুর জেলার ফিলিপনগর এলাকার আফাজ মণ্ডলের ছেলে শাহীন ও একই এলাকার আব্বাছ মণ্ডলের ছেলে আরিফুল ইসলাম।  
 
পুলিশ জানায়, পদ্মা নদীতে নৌকায় করে কুষ্টিয়া থেকে ঈশ্বরদীতে ফেনসিডিল নিয়ে আসা হচ্ছে -এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাজদিয়া ঘাটে অভিযান চালায়। এ সময় ৬০ বোতল ফেনসিডিলসহ শাহীন ও আরিফুলকে আটক করা হয়।
 
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে নৌকায় করে মাদকদ্রব্য আনা নেওয়া করছিল।  
 
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে, তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।