রাজশাহী: গ্যাস সংযোগের জন্য রাজশাহী মহানগরীজুড়ে খোঁড়া-খুঁড়ি করা সড়ক মেরামতের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁসিয়ারি দিয়েছে জন উদ্যোগ নামে এক স্বেচ্ছ্বাসেবী সংগঠন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর আলুপট্টিতে অবস্থিত মুক্তিযুদ্ধ পাঠাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনটির পক্ষে আন্দোলনের এই হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্যাস সংযোগের সময় কাটা রাস্তা মেরামতের জন্য রাজশাহী সিটি করপোরেশন আগেই নির্দিষ্ট অঙ্কের টাকা জমা নিচ্ছে। কিন্তু গ্যাস সংযোগ নেওয়ার পর মাসের পর মাস, বছরের পর বছর পার হলেও নানা অযুহাতে সেই কাটা রাস্তা মেরামত করে দিচ্ছে না।
যত দিন যাচ্ছে নাগরিক দুর্ভোগ ততই বাড়ছে। খোঁড়া-খুড়ি করে গোটা মহানগরী খানা-খন্দে পরিণত হয়েছে। এতে রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে; ঘটছে দুর্ঘটনাও।
কিন্তু এ নিয়ে সিটি করপোরেশনে বিভিন্নভাবে একাধিকবার অভিযোগ করেও নাগরিকরা প্রতীকার পাচ্ছেন না। তাই সবার মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অবিলম্বে রাস্তা মেরামত না করলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল-সমাবেশ ও ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জন উদ্যোগের আহবায়ক কলামিস্ট প্রশান্ত সাহা।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- সাবেক ভারপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম বাবু, জন উদ্যোগের সদস্য সচিব জুলফিকার আহমেদ গোলাপ, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজান, রাজশাহী জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায়, অধ্যক্ষ আমিনুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএস/জেডএম