ঢাকা: ২০১৫-১৬ করবর্ষের আয়কর রিটার্ন (আয়কর বিবরণী) দাখিলের সময় ২ মাস বৃদ্ধি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এনবিআর’র জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সে হিসাবে চলতি করবর্ষে সময় শেষ হওয়ার কথা ছিল বুধবার। তবে বর্ধিত এই সময়সীমা অনুযায়ী এখন ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
সৈয়দ এ মু’মেন জানান, হজ্জ, ঈদুল আজহার কারণে অনেক করদাতা রিটার্ন দাখিল করতে পারেননি। এছাড়া সামনে আসছে শারদীয় দূর্গোৎসব। এই পরিপ্রেক্ষিতে করদাতাদের রিটার্ন দাখিল নির্বিঘ্ন করতে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াতে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেয়।
চিঠিতে উল্লেখ করা হয়, এ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তবে ঈদুল আজহার কারণে ব্যবসায়ীসহ সব ধরনের আয়করদাতাদের পক্ষে এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল ও আয়কর পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সে কারণে সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো উচিত।
এর আগে ২০১৪-১৫ করবর্ষে এফসিসিআইসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছিল এনবিআর।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫/আপডেট: ১৬০৬ ঘণ্টা
আরইউ/আরএইচ