মুন্সীগঞ্জ: মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ইসমানিচর এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জামান ও মৎস্য কর্মকর্তা সালমা আক্তারের উপস্থিতিতে জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
গজারিয়া কোস্টগার্ডের পিসি মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গজারিয়া অংশের ইসমানিচর এলাকা থেকে দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএ