ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে স্ত্রীর হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
চাঁদপুরে স্ত্রীর হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ছবি : প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরে সালমা বেগম (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী মো. মাসুদকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ আদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্ত মাসুদ জেলা সদরের বড় শাহতলী গ্রামের মো. নুরুল ইসলাম গাজীর পালিত ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, স্ত্রী সালমা ও ছেলে সায়েমকে নিয়ে বড় শাহতলী গ্রামের এক বাড়িতে ভাড়া থাকতেন মাসুদ। যৌতুকের দাবিতে মাসুদ প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। একই দাবিতে ২০০৯ সালের ২৭ অক্টোবর সালমাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। এ ঘটনায় ২৮ অক্টোবর সালমার মা মরিয়ম বেগম বাদী হয়ে মাসুদকে আসামি করে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী মো. সাইয়্যুদুল ইসলাম বাবু বাংলানিউজকে জানান, মামলাটি তদন্ত শেষে ২০১০ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার কাজ শুরু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মাসুদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। পাশাপাশি মাসুদকে এক লাখ টাকা জরিমানা করে সেই টাকা তার ছেলে সায়েমকে দেওয়ার নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।