নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার কুশুম্বা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুব আলম (২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মাহবুব আলম কুসুম্বা গ্রামের কফিল উদ্দীনের ছেলে। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে সপ্তাহ খানেক আগে তিনি বাড়িতে আসেন।
স্থানীয়রা জানান, দুপুরে মাহবুব নিজের ঘরে ফ্যান চালানোর জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মাহবুবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর