রাজশাহী: রাজশাহীতে দু’শ’ পিছ ইয়াবাসহ ওয়াজ কুরুনী (২২) নামের এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, মঙ্গলবার দিনগত রাতে গোয়েন্দা পুলিশের একটি দল রাজপাড়া থানার হড়গ্রাম রাণীদীঘি এলাকায় অভিযান চালায়। এ সময় ওয়াজ কুরুনীর বাড়ি থেকে দু’শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
বুধবার বিকেলে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। ওয়াজ কুরুনীর বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে থানা পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে বলে জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএস/জেডএস