চাঁদপুর: চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে জান্নাত (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মোক্তার আহম্মেদকে আটক করা হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হাইমচর উপজেলার চরভৈরবী গ্রামে পাটোয়ারী বাড়িতে নিজ ঘরে বিষপান করেন ওই গৃহবধূ। পরে, চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধূর আরবি (৮) ও মুক্তা (৫) নামে দু’টি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, বিষপানে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে দুপুর ২টার দিকে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল হক হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমজেড