ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বাঙালি নদীতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
বাঙালি নদীতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদীতে নিখোঁজ মুন্নি খাতুন (৯) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।  
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার এলাঙ্গি ইউনিয়নের রাঙামাটি ঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।


 
নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে খেলতে গিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নদীতে নিখোঁজ হয় সে।  
 
মুন্নি খাতুন চট্টগ্রাম হালিশহর এলাকার মাসুদ রানার মেয়ে।  
 
ধুনট উপজেলার এলাঙ্গি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ তারেক হেলাল বাংলানিউজকে জানান, ঈদের আগের দিন মুন্নি খাতুন তার মা লতা খাতুনের সঙ্গে রাঙামাটি গ্রামে নানা আজাহার আলী বয়াতির বাড়িতে বেড়াতে আসে।  
 
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাঙালি নদীর ঝাঁঝর-রাঙামাটি ঘাটে অন্যান্য শিশুদের সঙ্গে বালু দিয়ে খেলার সময় অসাবধানতাবসত পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে।  
 
বুধবার দুপুরে মুন্নির মরদেহ নদীতে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে বলে জানান ইউপি চেয়ারম্যান।
 
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।