গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জ উপজেলা থেকে ছিনতাইকৃত গরু বোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উলুখোলা এলাকা থেকে ১০টি গরুসহ ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিনগত রাত ৩ টার দিকে গাজীপুর নগরীর মিরেরবাজার নাগদা ব্রিজ এলাকা থেকে ট্রাকটি ছিনতাই হয়। ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসইউ