মুন্সীগঞ্জ: রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কে নিমতলিতে বাংলঅদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সচেতনতা মূলক কার্যক্রম পরিদর্শন করতে এসে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশী কুচক্রি মহলের পদধ্বনি শুনতে পাচ্ছি।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সিদ্ধান্ত বাতিল করার বিষয়টিকে অমূলক মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, কিছুদিন আগেও পর্যন্ত দেশে সহিংসতা থাকলেও বর্তমান সরকারের কঠোর পদক্ষেপে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
অধিক বর্ষণে ভাঙা ও ক্ষতিগ্রস্ত সব সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত করার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএইচ