ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

‘হাফ আখড়াই’ ও ‘বৌ-বসন্তি’ নিয়ে গঙ্গা-যমুনা নাট্যোৎসবে উদীচী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
‘হাফ আখড়াই’ ও ‘বৌ-বসন্তি’ নিয়ে গঙ্গা-যমুনা নাট্যোৎসবে উদীচী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দর্শকনন্দিত নাটক ‘হাফ আখড়াই’ ও ‘বৌ-বসন্তি’ নিয়ে ভারতের বর্ধমানে গঙ্গা-যমুনা নাট্য উৎসবে যোগ দিচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদারের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল এ উৎসবে যোগ দিচ্ছে।



উৎসবে আমন্ত্রিত দল হিসেবে আগামী ২ অক্টোবর ‘হাফ আখড়াই’ পরিবেশন করবে উদীচী। পরদিন ৩ অক্টোবর পরিবেশন করবে ‘বৌ-বসন্তি’।

উদীচীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এ সফরে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দু’টি নাটকেরই নাট্যকার উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী এবং নির্দেশক আজাদ আবুল কালাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উদীচীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।