বরগুনা: বরগুনার আমতলী উপজেলার গোজখালী এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নজরুল ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সেকান্দার আলী দফাদারের ছেলে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, সকালে এক পান ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গোজখালী থেকে বরগুনা আসছিলেন নজরুল। এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় তার সঙ্গী সামান্য আহত হন।
আহত ব্যক্তি পান ব্যবসায়ী বলে জানা গেলেও তার নাম জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআই