চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ডাকু (৪২) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিবগঞ্জ-চৌডালা সড়কের পুস্কুনি নামক এলাকা থেকে ওই ডাকাতের মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ডাকু উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের কুশু মণ্ডলের ছেলে।
এদিকে, আহত অবস্থায় দুই ডাকাত উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি গ্রামের মাহিদুর রহমান মোল্লার ছেলে আবদুল হালিম (২৩) ও একই উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাটের কশিমুদ্দিনের ছেলে রুবেলকে (১৯) আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে পুস্কুনি এলাকার পুলিশ ক্যাম্পের কাছে ৮/১০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় কয়েকটি ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করেন ডাকাতরা।
পরে জনতা তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে বুধবার বিকেলে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলের পাশের একটি আখক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএটি/এসআর