বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর বাজারে ব্যবসায়ী ছামাদ হত্যার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আসামিদের মধ্যে বুধবার (৩০ সেপ্টম্বর) ভোরে কাগজপুকুর গ্রামের লুৎফর রহমানের ছেলে কুদ্দুসকে আটক করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার(২৯ সেপ্টম্বর) রাত সাড়ে ১১টার দিকে ছামাদের ছেলে মাসুদ বাদী হয়ে এ মামলাটি করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে জানান, হত্যা রহস্য উন্মোচন করা হয়েছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে।
গত ২৯ সেপ্টম্বর রাত ৮ টার দিকে ওই পান ব্যবসায়ী সামাদ কাগজপুকুর বাজারে নিজ দোকানে বসে বেচা-কেনা করছিলেন। এসময় ১০/১২ জন দুর্বৃত্ত তাকে দোকান থেকে টেনে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
পিসি/