ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বিষাক্ত মদ পানে ৭ জনের মৃত্যু

মাহিগঞ্জে ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড, ২১ আসামি গ্রেফতার

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
মাহিগঞ্জে ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড, ২১ আসামি গ্রেফতার

রংপুর: রংপুরের মাহিগঞ্জ এলাকার তাজহাট বিহারীপাড়ায় বিষাক্ত মদ পানে দুই সহোদরসহ সাতজনের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাদের ক্লোজ করা হয়।



এছাড়া রংপুর কোতোয়ালি থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় ২১ জনকে গ্রেফতার করলেও মূল আসামি ও মাদক ব্যবসায়ী মিঠুকে গ্রেফতার করতে পারেনি। এ কারণে এলাকার লোকজন বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিঠুকে গ্রেফতারসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাজহাট বিহারীপাড়ায় মাদক ব্যবসায়ী মিঠুর বাড়িতে মদ পান করে ১২ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে সাতজন মারা যান। এদের মধ্যে চারজন মঙ্গলবার ভোরে এবং বাকি তিনজন বুধবার ভোরে মারা যান।

মৃতরা হলেন-আব্দুল গফুর, নাসিম, মনু, আজমেরি, আব্দুল মজিদ, খলিল ও খুশি লাল। এছাড়া মানিক, জসিম, শহিদুল ও ফারুক এখনো আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ী মিঠুর বাড়িতে হামলা চালান। তবে ঘটনার পর পরই মিঠু আত্মগোপন করেছেন। পরে রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করে মাদক ব্যবসায়ী মিঠুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেন।

মৃত নাসিম ও মনু’র ভাই আমিন বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় ২৩ জনের নাম উল্লেখ করে ও ২০/২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশ তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ২০ জন এজাহার নামীয় আসামি রয়েছে বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী।
 
এদিকে ২৪ ঘণ্টার মধ্যে মাদক ব্যবসায়ী মিঠুকে গ্রেফতার করতে না পারায়  বুধবার সকালে এলাকার লোকজন শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এর আগেই দায়িত্বে অবহেলার কারণে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ ও এএসআই হাসানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানিয়েছেন, এরই মধ্যে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য কি করা যায় সেটিও ভেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।