সাভার (ঢাকা): অশ্লীল চলচ্চিত্র প্রদর্শনের অভিযোগে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় শিউলি সিনেমা হল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত সিনেমা হলটিতে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট কামরুল হাসান মোল্লা বাংলানিউজকে জানান, সিনেমা টু গ্রাফট ১৯১৮ এর ৩ ধারা অনুযায়ী অশ্লিল ভিডিও প্রদর্শন করা আইনত দন্ডনীয় অপরাধ। শিউলি সিনেমা হলে দীর্ঘদিন ধরে অশ্লীল সিনেমা প্রদর্শন করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযানের সময় ১১টি ইংরেজি ও ৮টি বাংলা ছবির রিলসহ বিপুল পরিমাণ অশ্লীল পোস্টার ও প্ল্যাকার্ড জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলেন, ম্যানেজার হিম্মত আলী (৪৫), টিকিট মাষ্টার সফুর উদ্দিন (৩৫) ও হেলপার হিরা (২৫)। এদের মধ্যে হিম্মত আলী ছয় মাসের ও বাকি দু’জনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কামরুল হাসান মোল্লা।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএইচ