চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার দায়ে চাঁদপুরের হাইমচর উপজেলায় পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম সরোয়ার কামাল এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-উপজেলার গোবিন্দা গ্রামের বিল্লাল বেপারী (২৫), কারিজ হোসেন (১৯), লক্ষ্মীপুর গ্রামের নুর হোসেন (৪০), হোসেন বেপারী (১৯) ও আলী আরশাদ গাজী (২০)।
হাইমচর চরভৈরবী নৌ-পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চরভৈরবী এলাকা থেকে পাঁচ জেলেকে আটক করে নৌ-পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা তিনটি কাঠের নৌকা জব্দ করা হয়। বুধবার দুপুরে পাঁচ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়ে জেলা কারাগারে পাঠান।
হাইমচর ইউএনও এসএম সরোয়ার কামাল আরো জানান, আটক নৌকাগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএটি/আরএ