ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় এফপিএবি’র কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
মাগুরায় এফপিএবি’র কমিটি গঠন

মাগুরা: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির(এফপিএবি) মাগুরা ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০১৫ ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩০ সেপ্টেম্বর) সমিতির আদর্শ কলেজ পাড়ার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।



সমিতির মাগুরা জেলা কমিটির সভাপতি তাহমিনা খাতুনের সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক কর্মসূচির প্রতিবেদন পাঠ করেন অবৈতনিক সাধারণ সম্পাদক লিপিকা রানী দত্ত।

বার্ষিক আর্থিক প্রতিবেদন পাঠ করেন অবৈতনিক কোষাধাক্ষের পক্ষে অরুন শীল। অনুষ্ঠানে এফপিএবি’র চলমান কর্মসূচির ওপর বক্তব্য রাখেন যশোর শাখার প্রোগ্রাম অফিসার ও জেলা কর্মকর্তা মো. আবিদুর রহমান।  

বার্ষিক সাধারণ সভা শেষে ২০১৫-২০১৮ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমিতির আজীবন সদস্য সাংবাদিক রূপক আইচ। ত্রি-বার্ষিক এ নির্বাচনে ২০১৫-২০১৮ সালের জন্য বিশিষ্ট সমাজসেবী তাহমিনা খাতুন সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী লিপিকা রানী দত্ত সাধারণ সম্পাদক, দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান শরাফত হোসেন অবৈতনিক কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট ফারহানা পারভীন, কার্যনির্বাহী সদস্য পদে অব. শিক্ষক আব্দুর রশিদ, ব্যবসায়ী উজ্জ্বল কুমার দত্ত ও যুব সদস্য পদে রেডক্রিসেন্টের ভলেন্টিয়ার তাইয়েবা জাহান নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।