টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের দুই ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুর উপজেলার কদিম ধল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. শাহ আলম ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ছাত্র একই উপজেলার বড়জেঠাইল গ্রামের মো. হামিদুর রহমানের ছেলে হাবিবুর রহমান।
আহত হয়েছেন মিরপুর সরকারি বাঙলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র একই উপজেলার বালিয়া গ্রামের মো. ওসমান মিয়ার ছেলে ফরহাদ।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোরটরসাইকেলে করে ওই তিনজন মহাসড়ক দিয়ে আসছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস মির্জাপুর উপজেলার কদিম ধল্যায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৩টায় শাহ আলম ও হাবিবুর রহমানের মৃত্যু হয়। ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শাহ আলম ঈদের ছুটিতে তার দুই বন্ধুকে নিয়ে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর