ব্রাহ্মণবাড়িয়া: সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের আরো দুই হাজি নিহত হয়েছেন খবর পাওয়া গেছে।
এরা হলেন- মো. আসাদুল্লাহ (৭৫) ও তার জামাতা সিদ্দিক মিয়া (৫৫)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) হাজি মো. আসাদুল্লাহর (৭৫) ছেলে জসীম উদ্দিন তার বাবা ও ভগ্নিপতি মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই গ্রামের মৃত আলীম উদ্দিনের মেয়ে আমেনা বেগম (৫০) ও তার চাচাতো বোন ইদু মিয়ার স্ত্রী হাসিনা খাতুন (৬০) মারা যাবার খবর নিশ্চিত করেছে তাদের পরিবার।
নিহত হাজি মো. আসাদুল্লাহর ছেলে জসীম উদ্দিন জানান, তার মা সায়েরা বেগম (৬০) ও নানা ওমর আলী এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়া তাদের গ্রামের সুরুজ মিয়ার ছেলে সায়েব আলী ও মৃত আব্দুল জলিলের স্ত্রী আলিমুন্নেছা বেগম সৌদি আরবে চিকিৎসাধীন।
৩০ আগস্ট এই গ্রাম থেকে মোট আটজন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান।
ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকিবিল্লাহ জুয়েল জানান, চারজন নিহত হবার খবর তিনি স্ব স্ব পরিবার থেকে শুনেছেন।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোয়াজ্জেম হোসেন জানান, স্থানীয় সূত্র থেকে দুই নারীসহ চারজন মারা যাবার খবর তিনি শুনেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএ