ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ছবি : প্রতীকী

বান্দরবান: বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে মো. ইলিয়াছ আলী (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।



বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মো. শফিকুর রহমান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, মায়ানমার থেকে সপরিবারে পালিয়ে এসে জেলার আলীকদম উপজেলার পানবাজার এলাকার বজলুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন মো. ইলিয়াছ আলী। ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর ইলিয়াছ ও তার স্ত্রী খুরশিদা বেগমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে খুরশিদাকে শ্বাসরোধ করে হত্যা করেন ইলিয়াছ। পরে মৃতদেহ সেগুনবাগান এলাকার জঙ্গলে ফেলে দেন তিনি।

টের পেয়ে জনপ্রতিনিধিরা স্থানীয় জনগণের সহযোগিতায় হত্যাকারী ইলিয়াছকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার দায় স্বীকার করেন তিনি।

এ ঘটনায় তাদের ভাড়া বাড়ির মালিক বজলুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নয়জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এছাড়া স্ত্রী হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ঘাতক ইলিয়াছ। সব মিলিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।