গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তীর-ধনুক নিয়ে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে আদিবাসী সম্প্রাদায়ের লোকজন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার কাটার মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণকরা ১ হাজার ৮৪০ একর জমি প্রকৃত মালিকদের মধ্যে ফেরত দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি শাকিল আকন্দ বুলবুল, সহ-সভাপতি ডা. ফিলিমন বাস্কে ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রধান প্রমুখ।
পরে উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধরা।
বক্তারা বলেন, জমি অধিগ্রহণের শর্ত মোতাবেক দীর্ঘদিন ধরে আখ চাষ বন্ধ থাকায় অধিগ্রহণের শর্তভঙ্গ হয়েছে। ফলে জমির প্রকৃত মালিক ও আদিবাসী সম্প্রদায় জমি ফেরতের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে এলেও জমি ফেরত না দিয়ে টাল-বাহানা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএইচ