ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে নৌকাডুবিতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
চাঁদপুরে নৌকাডুবিতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

চাঁদপুর: চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে সজিব আহম্মেদ শ্যামল (২৩) নামে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

 
  
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কানুদী লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।  
  
নিখোঁজ সজিব আহম্মেদ ড্যাফোডিল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার মুগদা এলাকার শামছুল আলমের ছেলে। ঈদের ছুটিতে কানুদীতে বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন তিনি।  
  
চাঁদপুর নৌ-টার্মিনালের দায়িত্বরত লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বাংলানিউজকে জানান, সকালে এমভি হেদায়েত লঞ্চটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যায়। কানুদী লঞ্চঘাট এলাকায় সজিবসহ তিন জন নৌকা থেকে লঞ্চে উঠতে যাচ্ছিল। এ সময় লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। মাঝি ইয়াছিন ও দুই যাত্রী পাড়ে উঠতে পারলেও সজিব নিখোঁজ হন।  
  
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ, চাঁদপুর মডেল থানা পুলিশ, বিআইডাব্লিউটিএর কর্মকর্তা, চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ওই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।  
  
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের উপ-পরিচারক আনোয়ারুল হক বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আমরা ঘটনাস্থলে আসি। চার জন ডুবুরি দীর্ঘ সময় ধরে উদ্ধারের চেষ্টা চালান। বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে বিআইডাব্লিউটিএর ডুবুরিরা ঘটনাস্থলে এসেছেন। এখন আবারো উদ্ধার কার্যক্রম শুরু করা হচ্ছে।  
  
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫    
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।