সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসের ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কামারপাড়া ব্রিজ এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাবিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীর জানায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস কামারপাড়া ব্রিজ এলাকায় এলে ছাদ থেকে পড়ে যান আমিনুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমজেড