ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৩১ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
চাঁদপুরে ৩১ জেলের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত এলাকায় পদ্মা-মেঘনা নদীতে ডিমওয়ালা মা ইলিশ ধরার দায়ে ৩১ জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ও ৫টায় চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়িতে দু’টি পৃথক ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ ও সাইফুল ইসলাম ভূঁইয়া।



দণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- চাঁদপুর সদর উপজেলার দ্বীন ইসলাম, খলিল হোসেন, মাইনুদ্দিন, আজিজুল হক, মোরশেদ হাজী, মাহবুবুল আলম, শহীদ, মো. জাকির, মো. জামাল, শাজজালাল, তাজুল ইসলাম, রাসেল, নাজমুল, সৈয়দ আলী, জাসিম, মোহাম্মদ হোসাইন, আল-আমিন-(১), মো. রফিক, নুর ইসলাম, আল-আমিন (২), রফিকুল ইসলাম। লগগী মারার চর এলাকার নবীন (১)।
শরীয়তপুর জেলার সখিপুর থানার মনা বেপারী, ওয়াজকুরুনী, ছাত্তার মাল, মানিক প্রধানিয়া, নাজিম উদ্দিন, কবির হোসেন, মো. গনি, শাহ আলম ও আবুল কালাম (২)।

চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান বাংলানিউজকে জানান, মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের নিয়মিত অভিযান চলছে।

উল্লেখিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নৌ-পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করে। পরে দণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

আগামী ৯ অক্টোবর পর্যন্ত দিনে ও রাতে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএ

** ভোলায় ২১ জেলের জেল-জরিমানা
** যমুনায় আটক ১৭ জেলের জরিমানা, ১ লাখ মিটার জাল জব্দ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।