পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে মাছ শিকারে গিয়ে জমিরুল হক (২৯) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জমিরুল হক ওই উপজেলার দর্জিপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জমিরুল হক তার এলাকার আরও কয়েকজন জেলের সঙ্গে মহানন্দা নদীতে মাছ শিকারে যান। এ সময় হঠাৎ নদীর ভারতীয় অংশে নির্মিত স্লুইসগেটটি খুলে দেওয়া হলে প্রবল স্রোতে তার জাল ভেসে গিয়ে নদীর গভীর খাঁদে আটকে যায়।
জাল উদ্ধারের জন্য নদীতে ডুব দিয়ে আর উঠে আসেননি জমিরুল। খবর পেয়ে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহাম্মদ আসাদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর