ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
কালীগঞ্জে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

লালমনিরহাট: নিখোঁজের তিনদিন পর লালমনিরহাটের কালীগঞ্জ থেকে মোস্তাফিজার রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চাকলা সিনেমা হল মোড়ের একটি পুকুর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।



 মোস্তাফিজার রহমান উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের রসতউল্লাহর ছেলে।   তিনি পেশায় একজন চায়ের দোকানদার ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনদিন ধরে নিখোঁজ ছিলেন মোস্তাফিজার রহমান। তার বাড়ির লোকজন বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বুধবার সকালে একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।