ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

তাড়াশে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
তাড়াশে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সংঘর্ষের ঘটনায় আহত শাহজাহান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আহত শাহজাহান আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে বগুড়ার শাহজানপুর এলাকায় অ্যাম্বুলেন্সে মারা যান তিনি।



মৃত শাহজাহান আলী উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামের হরব আলীর ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশীগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামের খাস পুকুরের দখল নিয়ে চন্ডিভোগ কওমি মাদ্রাসা কমিটির সদস্য একই গ্রামের বাসিন্দা নবাব আলী ও সালামের সঙ্গে একই গ্রামের আমজাদ হোসেনের বিরোধ চলছিল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আমজাদ হোসেন গ্রুপের লোকজন ওই পুকুরে মাছ ধরতে যান। খবর পেয়ে নবাব ও সালাম গ্রুপের লোকজন এসে বাধা দেন। এতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে শাহজাহান আলীসহ অনন্ত ১২ জন আহত হন। গুরুতর অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সেখানে তার অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।