ঢাকা: 'হামরা গরীব মানুষ। টিকিট কাটি বগির ভেতরে আসার সামর্থ্য নাই তাই ছাদে উঠিয়া ঢাকা আসলাম'- রংপুর এক্সপ্রেস টেনের ছাদ থেকে কমলাপুর স্টেশনে নেমে এভাবেই বললেন নেয়ামত উল্লাহ।
বুধবার রংপুর থেকে তার এলাকার কয়েকজন এ ট্রেনের একটি বগির ছাদে ঢাকায় ফিরেছেন। রাজধানীতে দিনমজুরের কাজ করেন তারা।
ট্রেনের ছাদে যারা আসেন, তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদের বেশিরভাগই নিম্নবিত্ত। অল্প টাকায় ছাদে আসা যায় বলে তারা এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে থাকেন।
ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ হলেও এ নিষেধাজ্ঞা বরাবরই হয়েছে উপেক্ষিত৷ ঈদুল আজহার আগে রেলমন্ত্রী মো. মুজিবুল হক সংবাদ সম্মেলনে 'ট্রেনের ছাদে যাত্রী দেখা যাবে না' বলে সোজাসাপটা ঘোষণা দিলেও এবার ঈদ যাত্রা ও ফিরতি ট্রেনে ছাদে যাত্রী দেখা গেছে।
ছাদে আসা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন স্টেশনে রেল পুলিশ ও ট্রেনের অ্যাটেন্ডেন্স ছাদে উঠানোর বিনিময়ে তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন।
বুধবার কমলাপুর স্টেশনে দেখা গেছে রাজধানী ফেরত মানুষের ভিড়। গত সপ্তাহে কমলাপুর স্টেশনের প্লাটফর্মে ভিড় ছিল শেকড়মুখীদের। এখন ভীড় শেকড় ছেড়ে আসা মানুষদের।
ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার সময় যেমন মানুষ ট্রেনের ছাদে, দরজায় ঝুলে বাড়ি যাচ্ছিলেন রাজধানীতে ফেরার সময়ও প্রায় একই চিত্র দেখা গেছে। বুধবার বেশ কয়েকটি ট্রেনের ছাদে যাত্রীদের নামতে দেখা গেছে। এদের মধ্যে নারীও ছিলো।
কমলাপুর স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বাংলানিউজকে বলেন, আমাদের চেষ্টা থাকে কেউ যেনো ছাদে উঠতে না পারে কিন্তু ঈদের আগে-পরে এ নিয়মের ব্যত্যয় ঘটে যায়।
তিনি জানান, বুধবার ফিরতি সব ট্রেনই নির্দিষ্ট সময়ে এসেছে। সকাল থেকে বিকেল পর্য্যন্ত সুন্দরবন, একতা, যমুনা, উপবন, এগারসিন্দু, রংপুর এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন নির্দিষ্ট সময়ে কমলাপুর স্টেশনে এসে ঠিক সময়েই স্টেশন ছেড়ে গেছে। তবে স্টেশন সূত্র জানায়, তূর্ণা এবং ধুমকেতু নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা দেরিতে স্টেশনে এসেছে।
চট্টগ্রাম থেকে আসা ফরহাদ উদ্দিন বলেন, আসন নিশ্চিত করতে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছে এছাড়া ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি। ট্রেন একটু দেরিতে কমলাপুর স্টেশনে আসলেও নিরাপদে আসতে পেরেছি।
রাজশাহী থেকে আসা মশিউর রহমান বলেন, ট্রেন কয়েক মিনিট দেরিতে ছাড়লেও শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা ঘটেনি।
কমলাপুর স্টেশনে দায়িত্বরত কর্মকর্তাদের মতে, ঈদের পর বুধবারই গত চারদিনের তুলনায় স্টেশনে বেশি ভীড় লক্ষ করা গেছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এডিএ/আরআই