ময়মনসিংহ: সৌদি আরবের মিনায় নিখোঁজ সেলিনা বেগমের (৪০) মরদেহের সন্ধান পাওয়া গেছে। সৌদি অবস্থানরত সেলিনা বেগমের স্বামী জহির উদ্দিন মরদেহটি শনাক্ত করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানান, সেলিনা বেগমের ছোট ছেলে আশরাফুল করিম রোকন। মরদেহটি মক্কাতেই দাফন করা হবে বলেও জানান তিনি।
মা’র মৃত্যুসংবাদে শোকস্তব্ধ হয়ে পড়েছেন দুই ছেলে ইনামুল কবির রানা ও আশরাফুল করিম রোকন। বার বার মূর্চ্ছা যাচ্ছেন দুই বোন কানিজ ফাতেমা রুবি ও মারিয়া জহির সূচি।
শোকে মূহ্যমান ত্রিশালের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকা। ইতিমধ্যে এ এলাকার আরেক হাজি লতিফুর রহমানের (৬০) মরদেহের সন্ধান পেয়েছে তাঁর পরিবার। এখনও নিখোঁজ রয়েছেন তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫০)।
সেলিনা বেগমের পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে তাঁর মরদেহ শনাক্ত করেন স্বামী জহির উদ্দিন।
বুধবার বাংলানিউজের সঙ্গে কথা বলতে গিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন আশরাফুল করিম রোকন। কিছুক্ষণ বাকরুদ্ধ থেকে বলেন- আমার আম্মু শহীদ হয়েছেন। আব্বু আমার এক মামাকে নিয়ে আম্মুর মরদেহ শনাক্ত করেছেন। মক্কার একটি হাসপাতালের হিমাগারে আম্মুর মরদেহ রাখা হয়েছে।
বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন, আশরাফুল। মক্কাতেই সেলিনা বেগমের দাফনের প্রস্তুতি নিচ্ছেন তাঁর স্বামী। অবসরপ্রাপ্ত এ মাদ্রাসা শিক্ষক এবার সস্ত্রীক হজ পালন করতে গিয়েছিলেন।
এর আগে ২৬ সেপ্টেম্বর ‘মিনায় নিখোঁজ মায়ের সন্ধান চান সন্তানেরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় বাংলানিউজে।
সেলিনা বেগম নিখোঁজ হবার আগে ২৩ সেপ্টেম্বর শেষবার মায়ের সঙ্গে কথা হয় আশরাফুলের। আরাফাতের ময়দানে যাবার আগে মা দোয়া চেয়েছিলেন। সেই কথা মনে হতেই ডুকরে কেঁদে উঠছেন আশরাফুল। তিনি তখনও জানতেন না চিরদিনের জন্য এটাই মায়ের সঙ্গে শেষ কথা!
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসইউ
** মোয়াল্লিমের খবর ঠিক নয়, শাশুড়ি এখনো নিখোঁজ