ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা অপরিহার্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা অপরিহার্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা একটি অপরিহার্য বিষয়।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে ভুল করতে পারেন।

এজন্য সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজে জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, একটি সংবাদের সামান্য ভুলে একজন সংবাদকর্মীর সারাজীবনের অর্জিত সুনাম ম্লান হয়ে যেতে পারে। এজন্য সংবাদ কর্মীদের আরও বেশি বিচক্ষণ হতে হবে।

বর্তমান সরকারকে গণমাধ্যম বান্ধব সরকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারই তথ্য কমিশন গঠনসহ তথ্য অধিকার আইন ও গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করেছে।

মতবিনিময় সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।