মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১৭ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ১৬ জনকে ৫ হাজার টাকা করে ও একজনকে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে যমুনা নদীর শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকা থেকে ইলিশ শিকারের দায়ে তাদের আটক করা হয়।
পরে বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিভ খানের ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।
পরে সেখানে জব্দকৃত এক লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর