ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

যমুনায় আটক ১৭ জেলের জরিমানা, ১ লাখ মিটার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
যমুনায় আটক ১৭ জেলের জরিমানা, ১ লাখ মিটার জাল জব্দ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১৭ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ১৬ জনকে ৫ হাজার টাকা করে ও একজনকে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।



বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে যমুনা নদীর শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকা থেকে ইলিশ শিকারের দায়ে তাদের আটক করা হয়।

পরে বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিভ খানের ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।

পরে সেখানে জব্দকৃত এক লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।