ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ধোবাউড়ার উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ধোবাউড়ার উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজনু মৃধাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুধবার এ সংক্রান্ত একটি আদেশ এসে পৌঁছায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামানের কাছে।

সন্ধ্যায় বাংলানিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব লুৎফুন্নাহার স্বাক্ষরিত এক চিঠিতে মজনু মৃধাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।

আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান মজনু মৃধার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র আইনে একটি মামলা ছিল। এছাড়া ধোবাউড়া থানায় র‌্যাব ও পুলিশকে মারপিটের ঘটনায় আরেকটি মামলার আসামি ছিলেন মজনু মৃধা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।