নওগাঁ: নওগাঁর ধামইরহাটে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বুধবার(৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে মাহফুজুল ইসলাম, কাজেম উদ্দিন, আব্দুল গোফ্ফার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, ৬ মাস আগে ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক ও তার সহযোগীরা বনের উপকারভোগী করার নামে সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া শুরু করেন। প্রতারণার মাধ্যমে তারা এলাকার অন্তত চার/পাঁচশ জনের কাছ থেকে পাঁচ থেকে ১০ হাজার টাকা করে ঘুষ নেন। দীর্ঘদিনেও ওইসব মানুষ বনের উপকারভোগী না হতে পারায় প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক স্থানীয় বনের উপকারভোগী আবুবক্কর সিদ্দিকসহ কিছু প্রভাবশালীর যোগসাজসে অনিয়ম দুর্নীতি করে চলেছে। এরইমধ্যে তারা এলাকার প্রায় ৫০ লাখ টাকা মূল্যের সরকারি বাগান কেটে উজাড় করেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
মানববন্ধন শেষে বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিকের দ্রুত অপসারণ ও উপকারভোগী আবুবক্কর সিদ্দিককে গ্রেফতার করে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
পিসি/