ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে বাসের ধাক্কায় আহত ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
মির্জাপুরে বাসের ধাক্কায় আহত ছাত্রের মৃত্যু প্রতীকী

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী ফরহাদের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



ফরহাদ মিরপুর সরকারি বাঙলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ও ঢাকার ধামরাই উপজেলার বালিয়া গ্রামের মো. ওসমান মিয়ার ছেলে।

এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুর উপজেলার কদিম ধল্যা হানিফ পরিবহনের একটি বাস ফরহাদসহ মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়।

এতে ফরহাদ এবং অপর দুই আরোহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. শাহ আলম ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ছাত্র একই উপজেলার বড়জেঠাইল গ্রামের মো. হামিদুর রহমানের ছেলে হাবিবুর রহমান গুরুতর আহত হন। পরে কুমুদিনী হাসপাতালে বিকেল পৌনে ৩টায় শাহ আলম ও হাবিবুর রহমানের মৃত্যু হয়।

ঈদের ছুটিতে তার দুই বন্ধু হাবিবুর ও ফরহাদকে নিয়ে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন শাহ আলম।
 
মির্জাপুরে গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর

** বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থী নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।