ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



মৃত গৃহবধূর স্বামী গাজী মোসলেম উদ্দিন বাংলানিউজকে জানান, বাড়ির নির্মাণ ভবনের মধ্যে কাজ করছিলেন তার স্ত্রী হাসিনা বেগম। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম রসুল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।