রামু (কক্সাবাজার): কক্সবাজারের রামু উপজেলার গভীর জঙ্গল থেকে তিন ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় রামুর ইটগড় ইউনিয়নের ব্যাঙথ্যাবা মুখ এলাকার জঙ্গল থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
আটক ডাকাতরা হলেন, রামুর ইটগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার কালা মিয়ার ছেলে নুরুল আজিম (৩২), আমির সুলতানের ছেলে নুরুল ইসলাম (৩৫) ও মকবুল আহমদের ছেলে মো. শহিদুল্লাহ (২৮)।
রামু থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. কাইক কিসলু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে ওই তিনজনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর