ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রামুতে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
রামুতে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

রামু (কক্সাবাজার): কক্সবাজারের রামু উপজেলার গভীর জঙ্গল থেকে তিন ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় রামুর ইটগড় ইউনিয়নের ব্যাঙথ্যাবা মুখ এলাকার জঙ্গল থেকে তাদের আটক করা হয়।



এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও একটি কিরিচ উদ্ধার করা হয়।

আটক ডাকাতরা হলেন, রামুর ইটগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার কালা মিয়ার ছেলে নুরুল আজিম (৩২), আমির সুলতানের ছেলে নুরুল ইসলাম (৩৫) ও মকবুল আহমদের ছেলে মো. শহিদুল্লাহ (২৮)।

রামু থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. কাইক কিসলু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে ওই তিনজনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।