বরিশাল: বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডে অভিযান চালিয়ে ৩ হাজার একশ পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
জয়নাল আবেদীন মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন তীলক এলাকার বাসিন্দা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএইচ