ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
কালীগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের পৌর এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আল-আমীন (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।



নিহত আল-আমীন কালীগঞ্জ শহরের ঢাকালে পট্টীর ভাড়াটিয়া আইনাল হোসেনের ছেলে এবং কালীগঞ্জ প্রাথমিক সরকারি বোর্ড স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, আইনাল দীর্ঘদিন ধরে ঢাকালে পট্টীর মোজাম্মেল হকের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোজাম্মেল হকের বাসার একতলার ছাদে উঠে বন্ধুর সঙ্গে ঘুড়ি ওড়াতে থাকে আল-আমীন। এ সময় হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।