রাজশাহী: রাজশাহীর চারঘাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে চারঘাট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অস্থায়ী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার চারঘাট প্রতিনিধি মোজাম্মেল হকের সভাপতিত্বে এক জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বস্মতিক্রমে সোনালী সংবাদ ও বাংলাদেশ টুডের চারঘাট প্রতিনিধি মোজাম্মেল হককে সভাপতি, দৈনিক নতুন প্রভাত ও আজকালের খবরের চারঘাট প্রতিনিধি শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এছাড়া দৈনিক উত্তরা প্রতিদিনের চারঘাট প্রতিনিধি আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের ওবাইদুল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক-১ দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার ও মানবজমিনের চারঘাট প্রতিনিধি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক-২ নয়াদিগন্তের আবদুল হান্নান আকাশ, কোষাধ্যক্ষ নৈদিক সংগ্রাম ও নবচেতনার শহীদুল ইসলাম, দফতর সম্পাদক দৈনিক রাজশাহীর মোস্তাফিজুর রহমান বাবর।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক বজ্রশক্তি ও দৈনিক মুক্ত চেতনার শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দৈনিক আমাদের রাজশাহীর আতিকুর রহমান আশা, সিনিয়র সদস্য বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ-উল-হক, সদস্য দৈনিক বার্তার আবু হানিফ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
এসএস/এসএস