নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার রোনাইল গ্রামে সালিশে মারধরের ঘটনায় সুমন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুমন মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রোনাইল গ্রামের বাসিন্দা আজিজার রহমানের ছেলে।
মৃত সুমনের স্ত্রী মরিয়ম বেগম অভিযোগ করেনে, মাসখানেক আগে সুমন প্রতিবেশী ভোদর আলীর কাছ থেকে একটি গরু ২১ হাজার টাকা চুক্তিতে কিনেন। কিন্তু সুমন সেই টাকা ভোদর আলীকে না দিয়ে গোপনে গরুটি বিক্রি করে পালিয়ে যান। এতে ভোদর আলী স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলীর কাছে অভিযোগ করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুমন বাড়িতে ফিরে আসলে খবর পেয়ে ইউপি সদস্য ইউনুস আলীসহ গ্রামের কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে রাতে সালিশে সুমন টাকা দিতে না পারায় তাকে ৫০টি লাঠির বাড়ি দেয় ইউপি সদস্য ও মাতবররা।
লাঠির আঘাতে সুমন গুরুতর আহত হলে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক চিকিৎসক মনিমুল ইসলাম বাংলানিউজকে জানান, সুমনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে সুমনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় মামলা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর