ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত ও একজন আহত হয়েছে।
নিহতরা হচ্ছে- উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামের আকুব্বর মাতুব্বরের পুত্র ইব্রাহিম মাতুব্বর (১৮) ও একই গ্রামের রহমান খাঁ এর পুত্র ইসমাইল খাঁ (১৭)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নগরকান্দা-পুরাপাড়া আঞ্চলিক সড়কের বনগ্রাম বাজারের পাশে দেলবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বনগ্রাম বাজারের বাসিন্দা স্থানীয় সাংবাদিক ইমরুল কবির ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, হতাহত তিন কিশোর মোটরসাইকেল নিয়ে বনগ্রাম থেকে নগরকান্দা যাচ্ছিলো। নগরকান্দা থেকে পুরাপাড়া যাওয়ার পথে মালবাহী ট্রাকটি বনগ্রাম বাজারের পাশে দেলবাড়িয়া ব্রিজের কাছে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফসারউদ্দিন জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি দাস শুভ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রাজিবকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএসআর