ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আশু রঞ্জনের ৪২তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
আশু রঞ্জনের ৪২তম মৃত্যুবার্ষিকী শুক্রবার আশু রঞ্জন সেন

ফরিদপুর: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অলোক সেনের বাবা আশু রঞ্জন সেনের ৪২তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (০২ অক্টোবর)। আশু রঞ্জন রাজবাড়ী জেলার শহীদ ওহাবপুর (সাবেক মামুনপুর) ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।



তার মৃত্যুবার্ষিকীর দিনটিতে শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুরের গ্রামের বাড়িতে গীতাপাঠ, দুপুরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে খাবার বিতরণ এবং সন্ধ্যায় তার স্মৃতিস্তম্ভে ধুপ-দীপ জ্বালানো হবে।

আশু রঞ্জন ১৯৭৩ সালের এই দিনে ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের নিজ বাড়িতে ডাকাতের গুলিতে নিহত হন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।