ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ডাকাত দলের ৪ সদস্য আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
চান্দিনায় ডাকাত দলের ৪ সদস্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পর্যন্ত অভিযানে চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাহারপাড় গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে ট্রাকচালক খন্দকার খায়রুজ্জামান খায়ের (৩৫), চান্দিনা উপজেলার মাধাইয়া-নাওতলা গ্রামের আবুল হোসেনের ছেলে হাসান (২৮), একই গ্রামের সহিদ উল্লাহ’র ছেলে শাহজাহান (১৭) ও সহিদুলের ছেলে মনির উল্লাহ মঈনুল (২০)। এ চার জন গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে মাধাইয়া-নাওতলা এলাকা থেকে চালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে মহাসড়কের মাধাইয়া-নাওতলা এলাকা থেকে তিনশ’ বস্তা চালবাহী একটি ট্রাক ছিনতাই করেন তারা। এ ঘটনায় ট্রান্সপোর্ট এজেন্সির পক্ষ থেকে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলা তদন্তকালে ডাকাতচক্রের নাম ও ঠিকানা প্রকাশ পায়।

তিনি আরও জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে ডাকাত খায়ের ও হাসানকে এবং বৃহস্পতিবার বিকেলে ডাকাত শাহজাহান ও মঈনুলকে আটক করা হয়। আটককৃত খায়ের বৃহস্পতিবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ঘটনার পর থেকে আমরা ব্যাপকভাবে অভিযান অব্যাহত রেখেছি। ছিনতাইয়ের ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ছিনতাইকৃত ট্রাক ও ২৬০ বস্তা চাল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।